যতনে রাখিব যন্ত্র ( কম্পিউটার সম্পর্কে ধারাবাহিক প্রকাশনা-৮ম পর্ব ) - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

যতনে রাখিব যন্ত্র ( কম্পিউটার সম্পর্কে ধারাবাহিক প্রকাশনা-৮ম পর্ব )

যতনে রাখিব যন্ত্র ( কম্পিউটার সম্পর্কে ধারাবাহিক প্রকাশনা-৮ম পর্ব )

Share This
কেমন আছেন আপনারা? ভাল তো নিশ্চয়ই আছেন তা না হলে এখানে এলেন কী করে? আমার কথা জিজ্ঞেস করছেন? হ্যাঁ, আমিও আপনাদেরই মত ভালই আছি। একটু সমস্যা আছে বৈকি। সমস্যাটা হল আমি যে বিষয়টি নিয়ে লেখালেখি করি তার তেমন কিছুই আমি জানি না। নেই কোন প্রফেশনাল অভিজ্ঞতা। নেই বিশেষ কোন ট্রেনিং। আমার যা আছে তা হল আনেক দিন থেকে ব্যবহার করার ফলে অর্জিত কিছু বাস্তব অভিজ্ঞতা। কিছু সমস্যায় পতিত হয়ে জেনে, না জেনে গুতাগুতি করে অর্জিত কিছু পজিটিভ ফলাফল। এ পর্যন্ত কম্পিউটার নিয়ে আমাকে বেশুমার সমস্যায় পতিত হতে হয়েছে। আর হাতুড়ে ডাক্তারের মত হাতিয়ে হাতিয়ে সেগুলো থেকে পরিত্রান পেয়েছি। আর আপনাদের যাতে আমার মত অথই সমুদ্রে সাতরাতে না হয় সে জন্যই আমার এই ক্ষুদ্র প্রায়াস। আপনারা সামান্য উপকৃত হলেই আমার এই পরিশ্রম সার্থক হয়েছে বলে ধরে নিব। এ পর্যন্ত আমি "যতনে রাখিব যন্ত্র" প্রকাশনার ৭ টি পর্ব প্রকাশ করেছি। পূর্বের পর্বগুলো একই সাথে পড়তে এখানে ক্লিক করুন। যাই হোক আর কথা না বাড়িয়ে আজকের টিউনটি শুরু করব এখনই। তার পূর্বে একটি কথা আজকের পির্বটি গত পর্বের বাকী অংশ তাই পূর্বের পর্বটি না পড়ে থাকলে এখানে ক্লিক করে পড়ে নিন।

মালওয়্যার, স্পাইওয়্যার দূর করুনঃ

মালওয়্যার, স্পাইওয়ার এবং সর্টকাট ভাইরাস ইত্যাদি বেশিরভাগ ছড়ায় পেনড্রাইভ হতে। পেনড্রাইভের ভাইরাস হতে পিসিকে মুক্ত রাখতে ব্যবহার করতে পারেন USB Disk Security. যা অত্যন্ত কাজের একটি সফটওয়্যার। আপনার কাছে না থাকলে নিচের লিংক থেকে ডাউনলোড কর নিন এখনই।

Browsing History এবং Cooky দূর করুনঃ

ব্রাউজিং হিস্টোরি এবং কুকিসমূহ র‍্যামে জমা হয়ে র‍্যামের গতি কমিয়ে দিতে পারে। তাই প্রতিদিন ব্রাউজিং হিস্টোরি এবং কুকিসমূহ ডিলিট করুন। এজন্য যেকোন ব্রাউজার খুলে Shift+Ctrl+Delete চাপে সবকিছু ডিলিট করে দিন।

অপ্রয়োজনীয় প্রোগ্রাম স্টার্টআপ দূর করুনঃ

পিসি চালু হলে অনেক অপ্রয়োজনীয় প্রোগ্রাম চালু হয়। সেই প্রোগ্রামগুলোর কারণে পিসির স্টার্ট হতে অনেক সময় নেয় এবং র‍্যমের জায়গা দখল করে। অপ্রয়োজনীয় প্রোগ্রাম অটোস্টার্ট বন্ধ করতে Run এ গিয়ে লিখুন msconfig লিখে এন্টার চাপুন এবং যে সকল প্রোগ্রাম আপনার দরকার নেই সেগুলো Disable করে দিন।


আরো কিছু টিপস ছিল। কিন্তু নেটে সমস্যা থাকায় কিছুতেই সমাপ্ত করতে পারছি না বলে দু:খিত। আবারো কথা হবে পরের পর্বে। ধন্যবাদ।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages