- দুরবর্তী কম্পিউটার হতে ছাত্র-ছা্ত্রীদের মনিটর করা ও তাদের একটিভিটিজ রেকর্ড করা।
- এক কম্পিউটারে বসে থেকে সকল প্রশিক্ষনার্থীর অনলাইন একটিভিটিজ মনিটরিং করা ও তাদের ইন্টারনেট ব্রাউজিং নিয়ন্ত্রন করা।
- প্রশিক্ষন কক্ষের সকল কম্পিউটাররের সম্পুর্ণ নিয়ন্ত্রন নিজের হাতে নিয়ে নেওয়া।
- প্রশিক্ষন কক্ষের শৃংখলা বজায় রাখা ও প্রয়োজনে প্রশিক্ষনার্থীদের সহায়তা দান করা।
- এক স্থান হতে বসে সকল কম্পিউটারকে নিয়ন্ত্রন করা যায় যা ক্লাশরুম ম্যানেজমেন্ট কে আরও সহজ করে তোলে।
- প্রশিক্ষনার্থীদের নিকট প্রশিক্ষক হিসাবে নিজের কম্পিউটারের স্ক্রীন শেয়ার করা।
- একক্লিকের মাধ্যমে অন্য সকল কম্পিটারকে বন্ধ ও রিস্টার্ট করা।
Infotech Ad Top new
Infotech ad post page Top

সকলকে ইনফোটেকলাইফ.কম এর পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা রইল। আশা করি সকলেই ভালই আছেন। মোঃ আবীর হাসনাত একজন ট্রেইনার। তিনি তার প্রতিষ্ঠানে প্রশিক্ষনার্থীদের কম্পিউটার প্রশিক্ষন দেন। প্রশিক্ষন কক্ষে অনেক গুলো কম্পিউটার সকল প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষন দিতে তাকে নানা রকম ঝামেলা পোহাতে হয়্। যেমন তাকে বার উঠে গিয়ে শিখাতে হয়। প্রত্যেকের নিকট আলাদা ভাবে যেতে হয়। তবুও সকলে শিখছেন কী না তিনি এ বিষয়ে সন্দিহান। কারন তিনি প্রত্যেককে একসাথে মনিটর করতে পারছেন না। একজন প্রশিক্ষনকে কাজে লাগাচ্ছেন তো আর একজন ভুল করছেন, আর একজন গেম খেলছেন, আর একজন ইন্টারনেটে চ্যাটিং করছেন। তিনি পড়েছেন মহা চিন্তায়! কিভাবে তিনি তাদেরকে নিয়ন্ত্রন করবেন! হ্যা পাঠকগন আবীর সাহেবের যে সমস্যা তা হয়ত আপনার নিকট আপনারও হতে পারে। আর আবির সাহেবদের মত আর আপনাকে এভাবে আর ছটোছুটি করতে হবেনা। এবার একটি মাত্র সফটওয়ার এর মাধ্যমে আপনি আপনার প্রশিক্ষন কক্ষের সকল কম্পিউটারকে নিয়ন্ত্রন করতে পারবেন আপানার সামনে থাকা মুল কম্পিউটারটি থেকে। একজায়গায় বসে থেকে আপনি সকল প্রশিক্ষনার্থীর কম্পিউটার মনিটর করতে পারবেন। দেখতে পারবেন কে কী করছে? প্রয়োজন অনুযায়ী পাঠাতে পারবেন বার্তা, কেউ আপনার কথা না শুনলে তার কম্পিউটার আপনি বসে থেকে লক করে দিতে পারবেন একটি সফটওয়ারের মাধ্যমে।
সফটওয়ারটির নাম ক্লাসরুম স্পাই(Classroom Spy)। হ্যা বন্ধুরা এটা বিশেষভাবে ছাত্র-ছাত্রী ও প্রশিক্ষনার্থীদের জন্য তৈরী করা হয়েছে। এটা শুধু প্রশিক্ষন কক্ষে ছা্ত্র-ছাত্রীদের দ্বারা কম্পিউটারের অপব্যবহার রোধ করেবেন না। বরং আপনি যখন বাইরে থাকবেন তখন ছাত্র-ছাত্রী এবং প্রশিক্ষনার্থীদের সকল একটিভিটি রেকর্ড করবে। ফলে কেউ আর আপনার ডিজাইন করা রুটিনের বাইরে যেতে পারবে না। এর দ্বারা আপনি আপনার কম্পিউটার ডেস্ক থেকে না উঠেও কে কী করছেন তা দেখতে পারবেন। বসে থেকে আপনার কম্পিউটারের মনিটর শেয়ার করতে পারবেন অন্য প্রশিক্ষনার্থীদের সাথে। মহা মুল্যবান এই সফটওয়ারটির দাম সর্ব নিম্ন ৯৫ ডলার হতে শুর করে ২৯৯০ ডলার পর্যন্ত। বিশাস না হলে এদের ওয়েবসাইটে একবার চোখ বুলিয়ে আসুন, তবেই বুঝবেন।
এবার আসুন জানি সফটওয়ারটির প্রধান প্রধান বৈশিষ্ট্য সমুহ--
সফটওয়ারটির প্রধান প্রধান কাজ স্কীনশট সহকারে
১. সকল কম্পিউটারকে মনিটর করা: এ সফটওয়ারটির সাহায্যে সরাসরি সকল কম্পিউটারের স্ক্রীন দেখতে পারবেন। দেখুন নীচের স্ক্রীনশটটি। তাহলেই বুঝতে পারবেন।
২. বার্তা প্রেরন: মনে করুন আপনার প্রশিক্ষন কক্ষের কিছু ছাত্র-ছাত্রী সিলেবাসের বাইরে কিছু করছে, যেমন গেম খেলছে। আপনি তার কম্পিউটারে বার্তা পাঠাতে পারবেন এবং একই সাথে তার কম্পিউটারটি ব্লক করে দিতে পারবেন। প্রয়োজনে মেসেজ হাইড করে তাকে আবার আনব্লক করতে পারবেন। যেমনঃ নীচের স্কীনশর্টা দেখুন বিষয়টা পরিস্কার হবেন।
৩. আপনার অনেকগুলো ছাত্র-ছাত্রী কম্পিউটার সামনে নিয়ে বসে আছে, তাদের আপনি কোন গুরত্ব পুর্ন বিষয় শেখাতে চান আপনার ডেস্কটপ হতে? খুব সহজ জাস্ট আপনার সফটওয়ারটির Share Desktop অপশনটি ব্যবহার করুন আর আপনার ডেস্কটপের স্কীনটি আপনার প্রশিক্ষনার্থীদের মাঝে শেয়ার করুন। দেখুন নীচের চিত্রে-
৪. এছাড়াও আপনি অনেক কাজ করতে পারবেন আপনার নির্ধারিত ও নিয়ন্ত্রিত কম্পিউটারটিতে যেমন ধরুন একজায়গায় বসে থেকে সকল কম্পিউটার বা এক বা একাধিক কম্পিউটার বন্ধ বা চালু করতে পারবেন।
৫. মনে করুন আপনি কোন কাজে বাইরে অবস্থান করছেন, সমস্যা নেই আপনি ফিরে এসে প্রত্যেক প্রশিক্ষনার্থী বা ছাত্র-ছাত্রীর কার্যকলাপ একসাথে দেখতে পারবেন। আপনি হয়তবা এতক্ষনে মনে করেছেন এত দামী সফটওয়ার, মনে হয় ইনফোটেকলাই.কম ব্যবহার শুরু করেছে। না ভাই আমি ব্যবসা করতে আসিনি এখানে পাঠকদের প্রযুক্তির সাথে পরিচয করিয়ে দেওয়া ও তা ব্যবহারে অভ্যস্থ করাই আমাদের লক্ষ্য। আজ আমি এ সফটওয়ারটি ফুল ভার্সন আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি তাও একেবারে ফ্রি। ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
তো নিয়ে নিন এই মহামুল্যবান সফটওয়ারটি নীচের ডাউনলোড বাটনে ক্লিক করে।
Tags
# ডাউনলোড
# সফটওয়্যার
Share This

About Goljar- The Patroblogger
সফটওয়্যার
Infotech Post Bottom Ad New
Author Details
ইনফোটেকলাইফ.কম এর তালিকা ভুক্ত একজন লেখক ও কলামিস্ট।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
No comments:
Post a Comment