এবার জি-মেইল এড্রেসে আপনার ছবি যুক্ত করে নিন।। ব্লগিং শিখুন আমার সাথে। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

এবার জি-মেইল এড্রেসে আপনার ছবি যুক্ত করে নিন।। ব্লগিং শিখুন আমার সাথে।

এবার জি-মেইল এড্রেসে আপনার ছবি যুক্ত করে নিন।। ব্লগিং শিখুন আমার সাথে।

Share This
ইনফোটেকলাইফ.কম এর পক্ষ থেকে সকলকে আবার ও একরাশ শুভেচ্ছা্। বাংলায় ব্লগিং শেখার আসরে আমি আজ আবার আপনাদের সামনে হাজি হলাম। আমি আগেই বলেছি ব্লগিং শেখার জন্য গুগলের ব্লগার ব্লগস্পট একমাত্র আদর্শ যারা আপনাকে বিনামুল্যে ব্লগিং শেখার জন্য সুযোগ করে দিচ্ছে। পুর্বেরে লেখাগুলো তে আমি দেখানোর চেষ্টা করেছি, কিভাবে ইনফোটেকলাইফ.কম এ আবেদন করবেন এবং লেখা শুরু করবেন। লেখা শুরু করেছেন কিন্তু কোন পোস্টে আপনার ছবি প্রদর্শিত হচ্ছেনা। কী করেবনে। আসুন আমরা সেই বিষয়টি আজ ভাল করে জানব। যারা ইনফোটেকলাইফ.কম এ লেখার জন্য আবেদন করেছেন এবং ইতোমধ্যেই যাঁদের লেখক হিসাবে লেখার অনুমতি দেওয়া হয়েছে তাদের জন্য আজেকে আমার এ পোস্ট।  আপনারা নিশ্চয় লক্ষ করেছেন, যে এখানে প্রত্যেক লেখকের সংক্ষিপ্ত পরিচয় সবার উপরে তুলে ধরা হয়। আপনিওি এখানে লিখছেন কিন্তু আপনার ছবি প্রদর্শি ত হচ্ছেনা। কারন আপনি আপনার জি-মেইলে একাউন্টেি আপনার কোন ছবি যুক্ত করেননি। তো কিভাবে সেটা করবেন?  এটি করতে হলে প্রথমে আপনাকে আপনার জি-মেইল এড্রেসটি আপনার পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। দেখুন নীচেরে ছবিতে জি-মেইলে কোন ছবি এড করা নেই। আমি দেখাব কিভাবে ছবি যুক্ত করতে হবে।       

 

 তো উপরের চিত্রের মত করে পাসওয়ার্ড দেওয়ার পর Sign in বাটনে  ক্লিক করুন। কিছুক্ষন পর আপনি আপনার জি-মেইল এড্রেসে প্রবেশ করবেন।

প্রবেশ করার পর আপনি আপনার জি-মেইল এড্রেসে আপনার মেইল চেক করতে পারবেন। কিন্তু ছবি না থাকায় কেমন যেন শ্রী-হীন মনে হচ্ছে! তো আসুন আপনার জি-মেইল এ আপনার ছবি যুক্ত করে নিন। আপনি ‍উপরের চিত্রের ন্যায় আপনার জিমেইলের ডান পাশে আপনার জি-মেইল এড্রেস টি দেখতে পাবেন। এখানে ক্লিক করলে Join Google+  অপশনটি দেখতে পাবেন। এখানটাতে এখন ক্লিক করুন।


এখানে আপনার নাম,জন্ম তারিখ, ছবি যুক্তকরার অপশন দেখতে পাবেন। তো ছবি যুক্ত করতে উপরের চিত্রের Add your photo দেখানো জায়গাটিতে ক্লিক করুন।  এর পর আপনি নিচের উইন্ডোতে শিফট হবেন। এখানে গিয়ে আপনাকে আপনাকে আপনার ছবি যুক্ত করতে নীচের দেখানো পথে কাজ করতে হবে। প্রথমে ১ নং অপশন এবং এরপর ২নং ধাপ অনুসরন করে আপনার কম্পিউটার হতে জি-মেইলে ছবিটি নিয়ে আসুন।


ছবিতো আনলেন। যেমন এনেছেন তেমনই রাখবেন? না একে এডিট করতে চান? এডিট করতে চাইলে নিচের দেখানো মত কাজ করুন। নিচের ছবির উপর যে বর্গাকার বক্সটি দেখতে পাচ্ছেন তা কমিয়ে, বাড়িয়ে বা মুভ করে আপনার 


ছবিটির যে অংশটুকু নিতে চান সিলেক্ট করুন। দেখুন আমি নীচে যেমন টি করেছি। তো এবার সব কাজ শেষ হলে আপনি নিচের ছবিতে দেখানো নীচের বাটনটিতে ক্লিক করুন। 


তো এবার দেখুন আপনার ছবি জি-মেইল এড বা যুক্ত হয়ে গেছে, আপনি চাইলে আপনার নাম, জন্ম তারিখ এখানে এডিট করেনিতে পারবেন। 


এডিট করা শেষ হলে এবার সব শেষে আপগ্রেড বাটনে ক্লিক করন আর প্রসেস হতে বের হয়ে আসুন। তাহলে ! আপনি সফলভাবে জি-মেইলে আপনার ছবি যুক্তকরতে সক্ষম হলেন। ভাল থাকবেন সবােই। আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages