এবার আপনার অফিসে থাকা WiFi অথবা আপনার ব্যবহৃত Modem এর স্পীড ২ থেকে চারগুন বাড়িয়ে নিন আপনার খাওয়া বিয়ার (beer) অথবা এনার্জি (Energy drink) ড্রিংক এর ক্যান দিয়ে! - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

demo-image
Drink+Can

এবার আপনার অফিসে থাকা WiFi অথবা আপনার ব্যবহৃত Modem এর স্পীড ২ থেকে চারগুন বাড়িয়ে নিন আপনার খাওয়া বিয়ার (beer) অথবা এনার্জি (Energy drink) ড্রিংক এর ক্যান দিয়ে!

Share This
সবাইকে ইনফোটেক লাইফ.কম এর পক্ষ থেকে একরাশ ‍শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ তালার ইচ্ছায় ভালই আছেন। আমরা সকলেই এখন বর্তমানে ডিজিটাল বাংলাদেশের বাসিন্দা। এই সুবাদে আমরা হয়তবা অনেকেই তাদের বাসায় ও অফিসে WiFi সুবিধা পেয়েছি। অনেকেই হয়ত বা আমার কথায় হো-হো করে হাসা শুরু করেদিয়েছেন। হ্যাঁ ভাই একটু মস্করা করলাম। কিন্তু আজকে যে কথাটি হাসির উদ্রেক করছে তা একদিন চরম বাস্তব হবে। নাই বা হল আাপনারা ইন্টারনেট কানেকশন এর জন্য মডেম ব্যবহার করেন না?  এখন একবাক্যে সবাই বলবেন হ্যাঁ ভাই করি, তাতে আপনার কি? বাংলাদেশে ইন্টারনেটের যে বেহাল অবস্থা তাকে নিয়ে আর মস্করা না করলেও পারতেন। হ্যাঁ কথাগুলি অপ্রিয় হলেও সত্য। আমাদের দেশে ইন্টারনেটের যে স্পীড তা নিয়ে আমাদের মাঝে অভিযোগের শেষ নেই। বিভিন্ন অফিসে ব্যবহৃত WiFi এর স্পীড নিয়েও আছে নানা ঝামেলা। একবার স্পীড আসে তো পরের ক্ষণে একবারে ডাউন। তো আসুন অভিযোগ করে আর কি হবে? আমাদের দেশের কর্ণ ধারগন কুম্ভকর্ণে র ঘুম দিয়ে বসে থাকেন। সহজে আমাদের অভিযোগ গুলো তাদের কানে পৌছবে বলে আমার মনে হয়না।  এক্ষেত্রে আমাদের কিছু একটা করে দেখাতে হবে। আজ আমি আপনাদের মাঝ একটি ট্রিকস শেয়ার করব যার দ্বারা আপনি আপনার অফিসে ব্যবহৃত এর WiFi অথবা  আপনার ব্যক্তিগত ব্যবহারে মডেমটির ইন্টারনেট স্পীড কযেকগুন বাড়িয়ে নিতে পারবেন। ভয় পাবেন না, আপনার এতে বেশি কিছু ‍খরচ করতে হবেনা। শুধু প্রয়োজন আপনার খাওয়া বিয়ার অথবা এনার্জি ড্রিংকের ক্যান। তো কিনুন একটি এনার্জি ড্রিংক ক্যান। এরপর কি করতে হবে তা নিশ্চয় বলতে হবেনা। ‍যদি না খেতে চান তো আমাকে দিন আমি একটু খেয়ে দেখি, হা হা হা! 
Drink+Can
আসলে আর দশটা মানুষের মত আমি এনার্জি ড্রিংক খুব পছন্দ করি। নীচের ছবির মত ঢালূন আর খেয়ে ফেলূন ঢকাঢক!
Enjoyin+drinking%2521
এবারে এর লক(lock) টা খুলে ফেলুন নীচের চিত্রের মত করে। কী খুলতে পারেন তো, না এটিও পারেন না? না পারলে দাদা আমাকে একদিন দাওয়াত করুন। তারপর দেখব কি করে খোলা যায়। দেখবেন মেহমানের যেন অবমাননা না হয় তাহলে কিন্তু আপনার চৌদ্দ-গুষ্টি উদ্ধার! হা ! হা ! হা!
Using+drink+can+as+internet+booster

এবারে আপনার খাওয়া এনার্জি ড্রিংকের তলার অংশটুক ধারালো ছুরি বা এরকম অন্য কিছু ‍দিয়ে কাটুন। না বুঝলে নীচের ছবি দেখুন আর সে মত কাজ করুন।

2015-08-19_180435
এবারে যে অংশে চুমুক দিয়ে আপনি পান করেন সেদিকটা আলতো করে কিছু অংশ বাদ দিয়ে কাটুন যেমন নিচে দেখুন।
2015-08-19_180230
ছবি দেখে নিশ্চয় বুূঝতে পেরেছেন। না বুঝলে দেখুন নীচে ছবিতে আঙ্গুল লাগানো জায়গাটুকু বাদ রাখুন।
2015-08-19_180545

এবারে যে পাশটায় কাটা বাদ রেখেছেন, তার বিপরীত পাশটায় লম্বা-লম্বি কাঁচি দিয়ে কাটুন। না বুঝলেন নিচের ছবি দেখুন।

2015-08-19_180747
কৌশল দেখুন-১

2015-08-19_180926
কৌশল দেখুন-২

2015-08-19_181157
কৌশল দেখুন-৩
কাটার পর এর দুপাশ টা ভাল করে সোজা করার জন্য উপরের মত করুন। তার পর নীচের ধাপসমুহ অনুসরন করুন।
2015-08-19_181343
এবার্ এটিকে আটকানোর জন্য বাজার হতে পুটিং আঠা ম্যানেজ করুন।  কিছু না পেলে বাজারে চুইংগাম তো পাওয়া যায়। সেটিই না হয় আনুন আর চাবাতে থাকুন,  একসাথে দুই কাজ হল খাওয়া আর আঠা তৈরী করা।
2015-08-19_181554
এবারে আঠা বা চুইংগাম টা ক্যানের মাথায় নীচের অংশের মত করে লাগান যেন তা দ্বারা ওয়াই ফাই এর এন্টেনার সাথে লাগিয়ে রাখা যায়। এই কৌশলটি আপনার মডেমে ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার মডেম টি ইউএসবি ডাটা কেবল দ্বারা সংযুক্ত করে একটু উচুতে এই ডিভাইস টির মা্ধ্যমে ‍ঝুলিয়ে রাখুন। দেখবেন আপনার ইন্টারনেট এর গতি বহু গুনে বেড়েগেছে।
2015-08-19_181637
এর পর ক্যানটিকে নীচের ছবির মত করে WiFi এন্টেনার সাতে ফিক্স করুন। 
2015-08-19_181701
এভাবে এন্টেনার সংখা অনুযায়ী ক্যান ফিক্স করুন। আর এভাবে সেগুলোকে ফিক্স করুন আর ম্যাজিক দেখুন।
2015-08-19_181807
এভাবে আপনার অফিসে ব্যবহৃত এর অথবা এর ইন্টারনেট ২ থেকে ৪ গুন বাড়িয়ে নিতে পারবেন।
2015-08-19_182315

কোন কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান অথবা নীচের ইউটিউব ভিডিও টিউটোরিয়াল টি দেখুন। 

Comment Using!!

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages

undefined