এবারে এর লক(lock) টা খুলে ফেলুন নীচের চিত্রের মত করে। কী খুলতে পারেন তো, না এটিও পারেন না? না পারলে দাদা আমাকে একদিন দাওয়াত করুন। তারপর দেখব কি করে খোলা যায়। দেখবেন মেহমানের যেন অবমাননা না হয় তাহলে কিন্তু আপনার চৌদ্দ-গুষ্টি উদ্ধার! হা ! হা ! হা!
ছবি দেখে নিশ্চয় বুূঝতে পেরেছেন। না বুঝলে দেখুন নীচে ছবিতে আঙ্গুল লাগানো জায়গাটুকু বাদ রাখুন।
![]() |
কৌশল দেখুন-১ |
![]() |
কৌশল দেখুন-২ |
![]() |
কৌশল দেখুন-৩ |
এবার্ এটিকে আটকানোর জন্য বাজার হতে পুটিং আঠা ম্যানেজ করুন। কিছু না পেলে বাজারে চুইংগাম তো পাওয়া যায়। সেটিই না হয় আনুন আর চাবাতে থাকুন, একসাথে দুই কাজ হল খাওয়া আর আঠা তৈরী করা।
এবারে আঠা বা চুইংগাম টা ক্যানের মাথায় নীচের অংশের মত করে লাগান যেন তা দ্বারা ওয়াই ফাই এর এন্টেনার সাথে লাগিয়ে রাখা যায়। এই কৌশলটি আপনার মডেমে ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার মডেম টি ইউএসবি ডাটা কেবল দ্বারা সংযুক্ত করে একটু উচুতে এই ডিভাইস টির মা্ধ্যমে ঝুলিয়ে রাখুন। দেখবেন আপনার ইন্টারনেট এর গতি বহু গুনে বেড়েগেছে।
এভাবে আপনার অফিসে ব্যবহৃত এর অথবা এর ইন্টারনেট ২ থেকে ৪ গুন বাড়িয়ে নিতে পারবেন।
No comments:
Post a Comment