ফিতর মানে উপবাস ভঞ্জন। বাংলায় এটি রোজার ঈদ বা রোজার পরে যে ঈদের সকালে প্রথম সুন্নাত মিষ্টান্নের মাধ্যমে প্রাতরাশ গ্রহণ করা হয়, সে দিনের ঈদ। এটি আরবি হিজরি সনের দশম মাস তথা শাওয়াল মাসের প্রথম দিন। রমজানের বরকত লাভের জন্য ত্যাগ-তিতিক্ষা, কষ্ট-ক্লেশ ও আয়াস সাধ্য–সাধনার পর যে মাসটি সাফল্যের বারতা নিয়ে আসবে তা অবশ্যই মহান। সে মাসের প্রথম দিনই ঈদ বা উৎসব।
রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে। একটি হলো যখন সে ইফতার করে; দ্বিতীয়টি হবে যখন সে তার মাবুদ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। (বুখারি)। রোজাদার প্রতিদিন ইফতার করে; আবার পরের দিন রোজা রাখে। এটি হলো ছোট ইফতার; কারণ এটির পর আবারও রোজা আসে। ইফতার বা ফিতর হলো রোজা পূর্ণ করার পর আহার গ্রহণ করা; রমজান মাস শেষ করে শাওয়াল মাসের প্রথম দিন সকালে যখন রোজাদার মিষ্টিমুখ করে, তখন সে এক বছরের জন্য প্রকৃত অর্থে ইফতার করে বা সিয়াম সাধনা সম্পূর্ণ করে আজ প্রথম সকালের আহার গ্রহণ করে; তাই এটি বড় ইফতার। সুতরাং এটি রোজাদারের জন্য পরম আনন্দের দিন।
1 comment:
thanks
Post a Comment